মালতি এলাকার হীরালাল ফুয়েল সেন্টার নামে পেট্রল পাম্পে লক্ষাদিক টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ওই পেট্রোল পাম্পের এক কর্মী জানান দুটি বাইকে করে পাঁচজন দুষ্কৃতির পেট্রোল পাম্পে কাছে এসে দাঁড়ায়। তারা কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে কেশ কাউন্টারের ভিতরে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়।