পূর্ববর্ধমান জেলা মন্তেশ্বর থানা মন্তেশ্বর বাজার এলাকায় বিজেপির কর্মী চন্দন ঘোষের অভিযোগ সন্ধ্যার পর মন্তেশ্বর বাজারে বাজার করতে এসেছিলাম। আর সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী আচমকাই তাকে মারধর করে, সেই সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড ও মানিব্যাগে থাকা ১৯ হাজার টাকা কেড়ে নেয় বলে অভিযোেগ বিজেপি কর্মী চন্দন ঘোষের।