গঙ্গা নদীর তীব্র ভাঙ্গন খাবার নাম নিচ্ছে না রতুয়ার বিস্তীর্ণ এলাকায়। জিতুটোলা গ্রামে নদী অনেকটা গতিপথ বদলে গ্রামের দিকে ঢুকে পড়েছে। বুধবার এতটাই তীব্রতায় ভাঙ্গন হচ্ছে যে একের পর এক বাঁশ বাগান মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী পার বরাবর অনেক অংশই গঙ্গা গিলে খেয়েছে। ইতিমধ্যেই গঙ্গা গতিপথ বদলে গ্রামের দিকে ঢুকে পড়ায় একের পর এক ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা।এলাকায় থাকা বেশ কয়েকটি বাড়িঘর সেটিও যে রাত ভরে তলিয়ে যাবে আশঙ্কা করছে তারা।