মানবাজার-২ নং ব্লক এলাকায় চারচাকা ও বাইকের সংঘর্ষে আহত বাইক আরোহী।রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ জানা যায় বোরো থানার আঁকরো বড়কদম অঞ্চলের সিমটুনি গ্রামে মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কে এই পথ দূর্ঘটনা হয়।এদিন বোরো থানার পুলিশ আহতকে উদ্ধার করে নিকটবর্তী বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।