পুলিশের কড়া নিরাপত্তায় যানজট মুক্ত কুলটি থানা এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর DCP ট্রাফিক এবং DCP হেডকুয়ার্টর দুর্গাপূজার আগে নির্দেশিকা জারি করেছিলেন আসানসোলে পুজোর সময় যানজট মুক্ত করতে রুট এবং রোড ম্যাপ জারি করেদিয়েছে। সে নির্দেশ মেনে গত তিন দিন আগে অটো টোটো এবং প্রাইভেট বাহনে নো এন্ট্রি রয়েছে বিকাল থেকে ভোর রাত্রী পর্যন্ত। সে দৃশ্য দেখা মিললো আজ রাত্রী ৮টায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট নিয়ামতপুর সাব ট্রাফিক ইনচার্জ শিব নন্দন দুবের এ