সুতাহাটা হলদিয়া স্টেট গভমেন্ট এমপ্লয়িজ কো-অপার্টি ক্রেডিট কাম কনজুমাস সোসাইট লিমিটেড ৫২তম বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হলদিয়া পৌরসভা রবীন্দ্র নজরুল মঞ্চে। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, এছাড়া উপস্থিত ছিলেনHDAচেয়ারম্যান জ্যোতির্ময় কর, ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়,বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার শ্যামল পট্টনায়েক সহ অন্যান্যরা।