সাম্প্রতিক কালে শহর এলাকার একটি কাজের দরপত্র আহবান করেছিল স্থানীয় পূর্ত দপ্তর। কাজটি ৩০ লক্ষ টাকার ছিল, শহর এলাকার এক যুবক, এবং শহর উত্তরাঞ্চল এলাকার আরেক যুবক সেই কাজটি করার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিয়েছিল, কিন্তু ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার ছিল আজ শেষ দিন আর তাতেই বাধে বিপত্তি।