বীরপাড়া থানার রহিমপুর চা বাগানে বেশ কিছুদিন ধরেই উৎপাত করছিল চিতাবাঘ। ৪-৫ দিন আগে ওই চা বাগানের L-2B সেকশনে একটি খাঁচা পাতে বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জ। বৃহস্পতিবার সকালবেলা খাঁচায় একটি চিতাবাঘ বন্দী হয়ে থাকতে দেখা যায়। চিতাবাঘ দেখতে দলে দলে ভিড় করেন চা বাগানের বাসিন্দারা। তবে চা বাগানের শ্রমিকরা বলছেন একটি চিতাবাঘ ধরা পড়লেও তাদের আতঙ্ক কাটছে না। কারণ এলাকায় আরও অনেক চিতাবাঘ রয়েছে। দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, মানুষকে সাবধান