মানবাজার-২ নং ব্লকের দিঘি অঞ্চলের দুন্দলু মেন রোড থেকে দুন্দলু গ্রাম পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হলো।সোমবার বেলা ১২ টা নাগাদ ঢালাই রাস্তার কাজ পরিদর্শনে যান মানবাজার দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় এই রাস্তা নির্মাণ হবে বলে জানা যায় মানবাজার-২ ব্লক প্রশাসন সূত্রে।