প্রসঙ্গত এদিন দুপুরে তামান্নার খুনের ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে দেখা করতে আসেন কালীগঞ্জের খুন হয়ে যাওয়া তামান্নার মা বাবা। এসপি অফিসে বাধা পেয়ে এসপি অফিসের সামনে রাস্তায় ধরনায় বসে তার বাবা-মা। দীর্ঘ ৪৫ মিনিট এসপি অফিসের সামনে ধরনার পর অবশেষে ডিএসপি শিল্পী পালের অনুরোধে এইচপি অফিসে যান তারা। কথা বলেন ডিএসপি শিল্পী পালের সাথে। দেখা পাননি পুলিশ সুপারের। এরপর এসপি অফিস থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি তামান্নার মা।