বৃহস্পতিবার দুপুরে চারিচারা বাজার রোড থেকে গঙ্গার সাদা বালি বোঝাই ট্রাক্টরে করে পাচারের সময় ধাওয়া করে ধরে ফেলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক সোমদীপ চক্রবর্তী,যদিও ঘটনায় পলাতক ট্রাক্টর চালক,সূত্রের খবর গঙ্গা ভাগীরথী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গঙ্গার চর কেটে বালি পাচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়,অপরদিকে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু হয় বেআইনিভাবে গঙ্গার সাদা বালি পাচার,পরে পুলিশের তত্ত্বাবধানে আটক ট্রাক্টরটিকে নিয়ে যাওয়া হয়।