শুক্রবার বেলা দুটো নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লক পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন পক্ষ থেকে গ্রাম ও শহরের আশা কর্মীদের সরকারি স্বীকৃতি , বেতন বৃদ্ধি , সরকারি ছুটি, ইনসেনটিভ এ টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ ও নিয়মিত করা সহ বিভিন্ন দাবি নিয়ে মাথাভাঙা ১ নং ব্লকের BMOH কে স্বরক লিপি প্রদান করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল করা হয় এবং এরপর b m o h সারা পৃথিবী প্রদান করা হয়। তারা বলেন দ্রুত তাদের দাবি মানতে হবে তা না হলে তারা আন্দোলনে শামিল থাকবেন।