পশ্চিমবঙ্গের একটা প্রজন্মকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী আরেকটা প্রজন্ম ধ্বংস হতে চলেছে।ও বি সি কোটা জেনারেল কোটা থেকে দশ শতাংশ কেটে উনি সংখ্যালঘুদের দিয়ে দেবেন ওবিসি কোটার মধ্য দিয়ে। এই রাজনীতি ভারতবর্ষের আর কোথাও নেই। শনিবার দুপুরে ঝাড়গ্রামে বললেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।