বিজেপির হাড়োয়া এক নম্বর মন্ডলের পক্ষ থেকে রবিবার সন্ধ্যা ছটা নাগাদ বুথ স্ব-শক্তিকরন অভিযান এবং বি এল ও ২ বুথ ভেরিফিকেশন কর্মশালা অনুষ্ঠিত হলো হাড়োয়া ব্লকের গোপালপুরে দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ -সভাপতি রাজেন্দ্র সাহা,মন্ডল সভাপতি রজত সাহা সহ বুথ এবং মন্ডল স্তরের সমস্ত কর্মকর্তারা।