ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হলো প্রাপকদের হাতে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হয় প্রকৃত মোবাইল ফোনের প্রাপকদের হাতে। শুক্রবার মোট ১৫০ জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেন ঝাড়্গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা।