কদমতলা থানার অফিসার ও স্টাফরা মহেশপুর পুরান গারদ গ্রামের বাড়িগুলোতে মদ বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনুমানিক মোট ১০০০ লিটার দেশি তৈরি চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত গৃহমালিকের বাড়ি থেকে প্রায় ৬০ লিটার দেশি তৈরি চোলাই মদ জব্দ করা হয়। অভিযুক্ত বাড়ির মালিক বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে ত্রিপুরা এক্সাইজ আইনের ৬৯ ধারায় মামলা দায়ের করা হচ্ছে।