মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার ভূষিত কড়ুইমুড়া দ্বাদশ বিদ্যালয়ে ছাত্রী হেমাশ্রী সরকার অন্তরা .শিক্ষা মানুষের জীবনে মূলচাবিকাঠি।শিক্ষা জাতিকে কুসংস্কার থেকে জাতি মুক্তি দেয়। জীবনের যারা শিক্ষাকে আপনমনে হৃদয় ধারন করেছে,তারা সমাজ তথা রাজ্যে ও দেশের সম্পদ হিসাবে স্বীকৃতি লাভ করেছে।শিক্ষা মানুষের অমূল্য সম্পদ