টোটোর ধাক্কায় গুরুতর আহত হয় এক পথ চলতি ব্যক্তি । এরপর স্থানীয় ওই টোটো ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে টোটো ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তির নাম সোমেন টুডু, বয়স ২০ বছর। বাড়ি গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের বানিয়াপাড়া গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে। দেওতলা ৫১২ নং জাতীয় সড়ক এলাকায়। এরপর টোটোর ধাক্কায় গুরুতর আহত ওই যুবকের অবস্থা অবনতি হলে পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাস