This browser does not support the video element.
আলিপুরদুয়ার ২: দক্ষিণ মজিদখানা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য
Alipurduar 2, Alipurduar | Aug 23, 2025
আলিপুর দুয়ার দুই ব্লকের দক্ষিণ মজিদখানা গ্রামের ৬৫ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে শুক্রবার রাতে দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। এমনটাই দেখা গেল ওই কেন্দ্রে গিয়ে শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ। চাল, ডাল ডিম, আনাজ, সরিষার তেল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ ওই অঙ্গওনারী কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল। ঘরের চাল দিয়ে জল পড়ে দরজা-জানলা সবই নড়বড়ে অবস্থা।