ত্রিপুরা রাজ্য গনমুক্তি পরিষদ (GMP) খোয়াই বিভাগের অন্তর্গত ২৩-তম রাজনগর অঞ্চল সন্মেলন সিপিআইএম জেলা কার্যালয় আয়োজিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক থেকে শুরু করে অন্যান্যরা।