জমি থেকে উৎখাত হওয়া সরকারিভাবে পাট্টা পাওয়া প্রান্তিক কৃষককে বৃহস্পতিবার জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করলো কালনা মহকুমা প্রশাসন। যদিও তার আগে এদিন বৃহস্পতিবার কালনা দু'নম্বর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায় হাজির হয় কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন জবরদখলকারীদের তৈরি করা ইটের রাস্তা জেসিবি দিয়ে তুলে ফেলা হয়। আগামীকাল শুক্রবার জমিটাকে মাপজোপ করে উচ্ছেদ হওয়া পাট্টাদারদের হাতে তুলে দেওয়া হবে।