শনিবার পঞ্চমীর সন্ধ্যায় আলিপুরদুয়ার শহর ও আলিপুরদুয়ার -1 ব্লক জুড়ে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধনের হিড়িক দেখা যায়।শহরে এদিন সন্ধ্যা থেকেই বিভিন্ন পুজো কমিটির মন্ডপের উদ্ভোধন হয়। রামরুপ সিং রোড, লোহারপুল ইউনিটের পুজোর উদ্ভোধনের পরই সেখানে দর্শনার্থীদের ভিড় দেখা যায় চোখে পড়ার মত।অন্যদিকে গ্রামীণ এলাকাতেও পুজোর উদ্বোধনের হিড়িক দেখা যায়।