লাইন্স ক্লাব অফ পুরুলিয়া মানভূম উদ্যোগে পুরুলিয়া শহরের সূর্য মন্দির প্রাঙ্গনে বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার চেকআপ ক্যম্প। সকাল থেকে এই ক্যাম্পে বহু মানুষের ভিড় মূলত ভ্রমণকারীরাই বিনামূল্যে পরীক্ষা করাচ্ছেন। সস্তার পক্ষ থেকে জানানো হয়েছে তারা বছরে দুবার এই ধরনের পরীক্ষার ব্যবস্থা করে থাকেন।