বর্ষা এলেই জল যন্ত্রনা বাড়ে দাইহাট পুরসভার বেশ কিছু ওয়াডে।বিশেষ করে বছর বছর জল যন্ত্রনা থেকে মুক্তি নেই দাইহাট পুরসভার ৮ ও ১৪ নম্বর ওয়াডের বাসিন্দাদের।গত কয়েক দিনের বৃষ্টির জলে জলমগ্ন ওয়ার্ডের বহু এলাকা।বাড়ীতে জল,রাস্তায় জল।এলাকায় এই জমা জল নাকি থাকবে আগামী কয়েক মাস।জানা গেছে,এই দুটি এলাকায় বৃষ্টির জল জমে থাকে।কোনো নিকাশী ব্যবস্থা নেই।অভিযোগ, জমা জল নিকাশে উদ্যোগী নয় পুরসভা।দিন দিন ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের।