খানাকুলের রাধানগর এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভেবেছিলেন ওই ব্যক্তি। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে খানাকুল পরে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে গতকালআনুমানিক রাত্রি৯টা নাগাদ মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান।