বৃহস্পতিবার বিকেলে এই ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনের সময় জোরাইমুর এলাকায় উপস্থিত ছিলেন বিডিও দোলাকি লামা, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, ভারপ্রাপ্ত ওসি নকুল রায় সহ অন্যান্যরা। প্রসঙ্গত জুলাই মোর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজো এবারে 44 তম বছরে পদার্পণ করল। মোট বাজেট প্রায় 14 লক্ষ টাকা এবং মূল থিম ময়ূর মহল।