সাব্রুমের গ্যাস গোডাউন সংলগ্ন সরকারী পূনর্ন্বাসন কেন্দ্রটি অবহেলায় নানা সুবিধা থেকে বঞ্চিত, ক্ষোভ জনগনের।আজ বিকাল ৫ ঘটিকায় এলাকার জনগন তাদের সমস্যার কথা তুলে ধটেন। সাব্রুমের গ্যাস গোডাউন টিলার সরকারিভাবে যে পুনর্বাসন কেন্দ্রটি তৈরি করা হয়েছে সেখানে মাত্র উনিশ পরিবারের মধ্যে চার পরিবার বসবাস করছে। সাবরুম স্থল বন্দর তৈরি করার সময় নবীন পাড়া ও ঠাকুর কলোনী থেকে প্রায় ৫০ পরিবারকে সাব্রুম মহকুমায় দুটি জায়গায় পুনর্বাসন দেওয়া হয়।