এলাকায় হাতি রয়েছে।পিচ রাস্তার উপর যখন তখন উঠে আসছে হাতি। তাই মানুষ জন যাতে ওই পথে না যান সেই জন্য রাস্তায় মানুষ জনের যাতায়াত নিয়ন্ত্রণ করছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে জঙ্গল থেকে একটি হাতি হঠাৎ উঠে এসে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মৃত্যু কোলে ঢেলে পড়েন বনদফতরের এক কর্মী। এদিন রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের পাথরচাকরি গ্রামের একটি একটি পিচ রাস্তায় এই ঘটনা ঘটে।