আজ সিমলা পাল এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হল।সেই সভায় উপস্থিত ছিলেন তালডাঙ্গরা তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু।পশ্চিমবঙ্গ বাউরী কালচারেল বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ম দীপক কুমার দুলে কে সম্বর্ধনা দেওয়া হল এই সভায়। তাছাড়াও দলীয় কিছু আলোচনা করা হয়