আজ পুলিশ দিবস । আর এই দিনটিকে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করলো পুরুলিয়া মফস্বল থানা । আজ সকালে স্থানীয় হুটমুড়া ও জয়নগর এলাকাতে পুলিশের পক্ষ থেকে একটি রেলি করে এলাকার মানুষকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয়। ওই র্যালিতে মফস্বল থানার আধিকারিকবৃন্দ সহ এলাকার সিভিক ভলেন্টিয়ার্সরা পা মিলিয়েছিলেন।