দিন দুয়েক আগে হাওড়ার বাগনানের ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে ধাক্কামারা এক পুলিশ কর্মী মৃত্যু হয় আর এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করল হাওড়া থানা পুলিশ। ধৃতের নাম নুর আলম শেখ বাড়ি টিকিয়াপাড়ায়। ঘটনার পর থেকেই নুর আলম টিকিয়াপাড়া গা ডাকা দিয়ে থাকছিল গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার এবং বাগনান থানার পুলিশ তাকে গ্রেফতার করে ।