SSC পরীক্ষায় একবার অসফল হয়েও নিজের মনোবল হারিয়ে ফেলেননি তিনি, রাখেননি চেষ্টার কোনো ত্রুটিও। ফের পরীক্ষায় বসে এবার চাকরি পাওয়ার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি। উল্লেখ্য- ইতিপূর্বে ২০১৬ সালেও পরীক্ষায় বসেছিলেন হরিহরপাড়া থানার চোঁয়া গ্রামের বাসিন্দা জানারুল খান। তবে অজানা কারণে সেই পরীক্ষায় অসফল হন তিনি। এর মাঝে একটি পথ দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত বিকলাঙ্গ হয়ে পড়েন তিনি। যদিও নিজের সিদ্ধান্ত, নিজের মনোবল বা চেষ্টাকে অক্ষুণ্ণ রেখে ফের এবার SSC পরীক্ষায় বসলেন।