ভূতনি থানা এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েতের মানুষের চরম দুর্দশা দিনের পর দিন সৃষ্টি হচ্ছে। চলতি মরসুমে তৃতীয়বারের জন্য বন্যা প্লাবিত হচ্ছে ভূতনি। জলস্তর বৃদ্ধি পেতেই উত্তর চন্ডিপুরের যোগাযোগের প্রধান রাস্তার উপরে জল উঠেছে। যত সময় যাচ্ছে ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং সমস্যা বাড়ছে ভূতনিবাসীর।জল ঢুকে প্লাবিত রাস্তা।যানবাহন থেকে পায়ে হেঁটে মানুষ যাতায়াতের চরম সমস্যার মুখে পড়বে।একের পর এক এলাকা ধীরে ধীরে জল ঢুকে প্লাবিত হচ্ছে। উৎসবের মুখে দুর্দশা ভূতনীর।