সেইরকম মূর্তির অর্ডার নেই; পহরমুড়ায় এক মৃৎ শিল্পীর গলায় আক্ষেপের সুর! এদিন দুপুর ১২ঃ৩০ নাগাদ সাংবাদিকদের ক্যামেরার সামনে মৃৎ শিল্পী বিজন রুদ্র পাল জানান, বিগত ৩০ বছর যাবৎ তিনি এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। উনার এখানে অন্যান্য বছরের তুলনায় দুর্গা প্রতিমার অর্ডার কম এবং বিশ্বকর্মা মূর্তির অর্ডার নেই বললেই চলে। বাজার সেই রকম ভালো নয় বলে জানান তিনি।