অল ইন্ডিয়া কিষান খেত মজদুর সংগঠনের বান্দোয়ান ব্লকের কর্মীদের নিয়ে মঙ্গলবার কর্মী সভা হয় বান্দোয়ানে । সংগঠন জানায়, অক্টোবরের ৮ তারিখ থেকে মদ ও মাদকদ্রব্য সম্পুর্নভাবে বন্ধ করা, সুপ্রিম কোর্টের রায় মেনে ১০০দিনের কাজ চালু সহ এলাকার কোনো স্কুলে বন্ধ করা যাবে না এই দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে বিডিও অফিসের বাইরে