পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো মানবাজার বাসস্ট্যান্ডে।রবিবার বেলা ১০ টা থেকে এই শিবির শুরু হয় চলবে বিকাল চারটা পর্যন্ত।মূলত পরিবহন শ্রমিকদের পেনশন,ভবিষ্যৎ নিধি, মৃত্যু- দুর্ঘটনা -শারীরিক অক্ষমতা জনিত আর্থিক সহায়তা প্রদানের জন্য এই শিবির আয়োজিত হয়।এদিন প্রবল রোদকে উপেক্ষা করে মানবাজার মহকুমা এলাকার বিভিন্ন জায়গার পরিবহন শ্রমিকেরা ফর্ম নিতে পৌঁছান শিবিরে।