পোষণ ভি,পড়াই ভি কর্মসূচির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে শিশুদের পুষ্টি এবং শিক্ষার বিষয়ে সম্যক ধারণা গড়ে তুলতে তিন দিনের বিশেষ প্রশিক্ষন শিবিরের সূচনা হলো বলরামপুর শহরের স্বর্ণকার লজে। সোমবার শিবিরের সূচনা করেন বলরামপুর সুসংহত শিশু সেবা বিকাশ প্রকল্প আধিকারিক মহম্মদ শামিম।