রবিবার দুপুর ২টো ০১ মিনিটে GPS পরিচালিত রেডিওসন্ড হিলিয়াম গ্যাসে পূর্ণ বেলুনে করে বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণায় পাঠানো হয়। এটি বায়ুমণ্ডলের ২৭.৮৩১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠেছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এবং বাতাসের গতিবেগ ও দিক নির্দেশ করে, যা ভূসমালয়ে থাকা উপগ্রহের তথ্যের সত্যতা যাচাই করার জন্য উৎক্ষেপণ করা হয়। এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন - ইসরোর একটি যৌথ প্রকল্প।