খেলতে খেলতে গরম ভাতের ফ্যানে পড়ে মৃত্যু হল চার বছরের শিশু কন্যার বোলপুর ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃত শিশু কন্যার নাম হামিদা খাতুন (৪) বীরভূম জেলার বোলপুর ১৬ নং ওয়ার্ডে বাড়ি গত ৮ তারিখ বাড়িতে খেলতে খেলতে রান্না হওয়া গরম ভাতের ফ্যানের মধ্যে পড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয় ঐ শিশু কন্যা। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে বোলপুর হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ভালো চিকিৎসার জন্য Bmch এ নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন গতকাল বিকেলে তার মৃত্যু হয়