হাড়োয়া ব্লকের লাউগাছি বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ নস্করকে বুধবার রাত নটা নাগাদ বিদায়ী সংবর্ধনা জানানো হয় কুলটি নাগরিক সমাজের পক্ষ থেকে।উল্লেখ থাকে লাউগাছি বিট হাউসের দায়িত্ব নেওয়ার পর দক্ষতার সাথে নিজের কর্মের প্রতি সুনাম অর্জন করে সকলের প্রীয় হয়েছিলেন অরিজিৎ নস্কর। তিনি বদলি হয়ে বাদুড়িয়া থানায় যোগ দেবেন।