বৃহস্পতিবার কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের ৩০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল। কলেজের পক্ষ থেকে এদিন কামাখ্যাগুড়িতে একটি র্যালি বের করা হয়। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। এরপর কলেজে শহিদ ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ শ্যামলচন্দ্র সরকার সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। এদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর এই কলেজের প্রতিষ্ঠা হয়।