নিয়ামতপুর জিটি রোডের পাশে ধস কবলিত জায়গায় বালি ও ছায় ভরার কাজ শুরু করলো PWD আসানসোলের কুলটির নিয়ামতপুরে জিটি রোড এবং হাই ড্রেনের পাশেই বড় ধরণের ধসের ঘটনা ঘটে গত শনিবারে ।এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ থেকে যানবাহনের চালকেরা। নিয়ামতপুরের পেট্রোল পাম্প এনথোনি স্কুল মোড় জিটি রোডের পাশেই একটি ট্রাক দাড়িয়েছিল।এরপর হঠাৎই মাটি ধসে ট্রাকের চাকা আটকে পড়েছিল।পরে ক্রেনের মাধ্যমে ট্রাকটি উদ্ধার করা হয়।এরপর দেখা যায় ওই এলাকায় বেশ বড় গর্তের সৃষ্টি হয়।