অবিরাম বৃষ্টির কারণে কৃষ্ণনগর পৌরসভার এলাকায় একাধিক জায়গায় জল জমায় দুর্ভোগে সাধারণ মানুষ। এবার সেই জল ছড়াতে গিয়ে দুর্ভোগে পড়ছেন ভাতজাংলা পঞ্চায়েতের অন্তর্গত 14 নম্বর সংসদের বাসিন্দারা। অভিযোগ কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডে জমা জল পাম্প করে পাঠানো হচ্ছে ভাতজাংলা পঞ্চায়েতের 14 নম্বর সংসদের ভিতর।জল ঢোকার কারণে দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা।