বাপের বাড়ীতে বেড়াতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ, পরিবারে শোকের ছায়া, শনিবার ভরদুপুরে বাপের বাড়ীতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বছর ৫৪-র দিপালী দেবনাথ নামের এক বয়স্ক মহিলা, পরিবার সূত্রে জানা যায় দিপালী দেবনাথের বিয়ে হয়েছিল বর্ধমান জেলার রাজাপুরে, তাঁর সুখের সংসার কিন্তু রোগভোগে ভুগছিলেন সেই কারণে শুক্রবার তাঁর স্বামী ও দেওর মিলে তাঁকে হরিণঘাটা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তাঁর বাপের বাড়ী দিয়ে যান আর তিনি শনিবার ভর দুপুরে গলায় ফাঁ