পরলোক গমন করলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের প্রভাবশালী নেতা পাসাং লামা। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ জানা গিয়েছে, হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এদিন বিকেলে তাঁর মৃত্যু হয়। বর্তমানে পাসাং লামা কংগ্রেসের নেতা ছিলেন। কালচিনি গ্রাম পঞ্চায়েতের সদস্যও ছিলেন। সর্বোপরি তিনি একজন সমাজ সেবক ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীরা শোকাহত।