৩৪ বছর উন্নয়নের আলো দেখেনি সাধারণ মানুষ, তাই পাড়ার সমাধান শিবিরে ছুটে আসছেন বললেন পঞ্চায়েত প্রধান । ইতিমধ্যেই রাজ্যের নানান প্রান্তের শুরু হয়ে গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেইমতো জামুরিয়া বিধানসভা এলাকাতেও দফায় দফায় এই কর্মসূচি চলছে। বৃহস্পতিবার দুপুর তিনটার সময় জামুরিয়া বিধানসভার অন্তর্গত শ্যামলা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামে ১৯০ এবং ১৯১ এই দুটি বুথের সাধারণ মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার