কোনওভাবেই যেন কমছে না হাতির হানা। ফালাকাটা ব্লকে ফের হাতির হানায় ভাঙল ঘর। এমনকি চুরমার হয়ে গিয়েছে একটি মিনি ট্রাক গাড়িও। ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রবিবার গভীর রাতে বৃষ্টির মাঝে চারটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে ফালাকাটা ব্লকের উত্তর মালসাগাঁও ও শিশাবাড়ি সরুগাও এলাকায়। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘরের পাশাপাশি একটি মিনি ট্রাক গাড়িও। এদিকে বন দপ্তরের তরফে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দে