উদয়পুর শহরে একটি গণেশ পূজার শোভাযাত্রায় ডিজে সাউন্ডে আটকে পড়ে ইমারজেন্সি কলে যাওয়ার পথে উদয়পুর সেন্ট্রাল রোডে ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন। লক্ষ্য করা যায় সেই শোভাযাত্রায় আগে পিছে ছিল পুলিশ টিএসআর। তারপরও ট্রাফিক অব্যবস্থার কারণে রাস্তায় আটকে পড়ে।