গত বৃহস্পতিবার থেকে ছন্দার পঞ্চায়েত আমঠিয়া গ্রামে কাঞ্চন রায় আনুমানিক বয়স বত্রিশ। স্থানীয় সূত্রে জানা যায় সেই ব্যক্তি শালী নদী পেরিয়ে জগন্নাথ পুর গ্রামে কাজে যায়,তারপর আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে শালী নদী পারাপার করতে তলিয়ে গেছে এমনই ধারণা নিয়ে সিভিল ডিফেন্স কর্মীরা সেই নদী তে তল্লাশি চালাচ্ছে।আজ সেই নিখোঁজ ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ