গত সোমবার থেকে কীর্ণাহারের দাসকলগ্ৰাম কড়েয়া ২নং অঞ্চলের পলশা গ্ৰামে ৪দিন ব্যাপি শুরু হয়েছে হরিগুণাণু কীর্ত্তন উৎসব।আর এই অনুষ্ঠান কে কেন্দ্র করে প্রতিদিন হচ্ছে অসংখ্য গ্ৰাম বাসিদের সমাগম। অবশেষে ৪দিন ধরে চলতে থাকা এই কীর্তন গানের অনুষ্ঠান আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাউল গানের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান গুলি। এদিন রাত্রি ৯টা নাগাদ এমনটাই জানিয়েছেন ওই গ্ৰামবাসিরা।উল্লেখ্য, পূর্ব পুরুষদের প্রথা ও রীতি মেনে ৪৮ বছর ধরে ওই গ্ৰামে হয়ে আসছে কীর্ত্তন গানের।